আসন্ন জেলা পরিষদ নির্বাচনে সাতকানিয়া থেকে সদস্য পদে নির্বাচন করতে চায় সাবেক উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক এবং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দীন ৷ তিনি গত পৌর নির্বাচনে অন্যতম প্রার্থী হয়েও আওয়ামীলীগের মনোনয়ন চেয়ে ব্যার্থ হন ৷ পরে নির্বাচন করতে চাইলেও স্তানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের অনুরোধে দলীয় সিদ্ধান্ত মেনে দল মনোনীত প্রার্থী জোবায়েরের পক্ষে নিরলস কাজ করেন ৷ এ বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মাস্টার ফরিদ আহমেদ সময় নিউজকে জানান, জসীম দলের নিবেদিত কর্মী এবং তার মত তরুন ক্লিন ইমেজের নেতৃত্ব এখন বড় প্রয়োজন ৷ আমি তার জন্য শুভকামনা জানাই ৷
সাতকানিয়ার বিভিন্ন জনপ্রতিনিধিরাও জসীম উদ্দীন সম্পর্কে ইতিবাচক মনোভাব পোষন করেন ৷ এ বিষয়ে গাছবাড়ীয়া কলেজ ছাত্রলীগ সহসভাপতি আবুল কালাম আজাদ জানান, জসীম ভাই আওয়ামীলীগের পরীক্ষিত কর্মী , তাঁর মত সৎ ও ত্যাগী নেতারাই জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হোক ৷ সাবেক ছাত্রনেতা নুরুল মোস্তফা চৌধুরী সময় নিউজকে বলেন, আমরা জসীম ভাইয়ের বিজয় চুড়ান্ত করতে কাজ শুরু করেছি ৷
সূত্রমতে জানা যায়, জসীম নির্বাচনী কাজও শুরু করে দিয়েছেন ৷