সঙ্গীতশিল্পী সালমার সংসার ছাড়াছাড়ি

Date:

Share post:

পাঁচ বছরের । আছে এক কন্া সন্তানও। কত স্বপ্ন, কত ত্যাগ! কিন্তু এক নিমেষেই ভেঙে গেলো সব। স্বামী আওয়ামী লীগের সদ িবলী সাদিক আর এক সময়ের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সালমা আক্তার এখন দুই জগতের মানুষ।

আলোচিত এই দম্পতির মধ্যে ছাড়াছাড়ির গুঞ্জন ছড়াচ্ছে শনিবার সকাল থেকেই। নিশ্চিত হতে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও স্বামী বা স্ত্রীর নাগাল পাওয়া যাচ্ছিল না। অবশেষে সন্ধ্যার আগে ফোন দিলেন সালমাই। নিশ্চিত করলেন তার বিচ্ছেদের খবর।

১৯ নভেম্বর সন্ধ্যায় ধানমন্ডির একটি রেস্তোরাঁয় উভয় ারের সদস্যদের উপস্থিতিতেই সমঝোতার ভিত্তিতে নামায় সই করেন দুজন। এই সইয়ের ফলেই প্রায় ছয় বছরের বিবাহিত জীবনের ইতি ঘটে তাদের। এ সময় বিয়ের দেনমোহর বাবদ ২০ লাখ টাকা সালমাকে বুঝিয়ে দেন শিবলী। সালমা নিজেই ছেন এসব তথ্য।

২০০৯ সালে দিনাজপুরের স্বপ্নপূরীতে একটি অনুষ্ঠানে পরিশন করতে গেলে শিবলীর সঙ্গে সালমার পরিচয় হয়। সেই সূত্র ধরেই দুই পরিবারের মধ্যস্থতায় সম্পূর্ণ ঘরোয়াভাবে ২০১১ সালে তাদের বিয়ে হয়।

দুঃখভরা কণ্ঠে  সালমা বলেন, ‘আমার জীবনে বড় ঝড় বয়ে গেলো। স্বামীর অত্যাচার অনেক দিন নীরবে সহ্য করেছি। কিন্তু কাউকেই কোনো কিছু বুঝতে দেইনি। সংসার টিকিয়ে রাখতে সব চেষ্টাই করেছি। ওর সঙ্গে আমি মানিয়ে চলারও চেষ্টা করেছি। কিন্তু কিছুতেই শেষ রক্ষা হলো না।’

সালমার গানের গলাকে ভালোবেসে সালমাকে ঘরে তুলেছিলেন শিবলী সাদিক। কিন্তু বিয়ের পর সেই গান আর তার ভালো লাগেনি বলে জানান সালমা। বলেন, ‘সংসারের জন্য আমি গানের জগতও ছেড়েছিলাম ওর জন্য। কিন্তু সব কিছু ছেড়েও সুখী হতে পারলাম না।’

 

স্বামীর প্রায় রাতেই তাকে মারধর করতেন বলেও অভিযোগ করেন সালমা। বলেন, ‘এগুলো কাউকেই বলতাম না। নীরবে সহ্য করতাম। আর পারলাম না। তাই ভেবেচিন্তে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি।’

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন শিবলী সাদিক  বলেন, সালমা উল্টাপাল্টা চলাফেরা করতো। আমরা তাকে সাবধান করেছি। কিন্তু সে এটাকে গ্রাহ্য করেনি। পরে পারিবারিকভাবেই এই সিদ্ধান্ত নিয়েছি। সাংসদ শিবলী সাদিক বলেন, আমি মানুষের জন্য কাজ করি। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

২০১১ সালের ২৬ জানুয়ারি দিনাজপুরের পিকনিক স্পট স্বপ্নপূরীর স্বত্বাধিকারী শিবলী সাদিকের সঙ্গে হঠাৎ করেই বিয়ের পিঁড়িতে বসেন কণ্ঠশিল্পী সালমা। এরপর ২০১৪ সালের ১ জানুয়ারি সালমার কোলজুড়ে আসে এক কন্যা সন্তান।

মেয়েটির নাম রাখা হয়েছে স্নেহা। এখন কার স্নেহ থেকে বঞ্চিত হবে সে? সালমা জানালেন, বাবার কাছ থেকে দূরে থাকতে হচ্ছে তাকে।

সালমা বলেন, ‘একজন নারী হিসেবে আমি আমার সংসারটাকে অনেক প্রধান্য দিয়েছিলাম। আমার ব্যক্তিগত জীবন ও গান থেকে দূরে গিয়েছিলাম। কিন্তু তার ের কারণে আর পারলাম না। আমাদের ডিভোর্স হয়ে গেছে। আমি আমার মেয়ে স্নেহাকে নিয়ে মায়ের বাড়িতে আছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

আমরা উদ্বিগ্ন, দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে : আসিফ মাহমুদ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নিয়ে...

হঠাৎ মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া

ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যেই রাজধানী পিয়ংইয়ংয়ের সুনান থেকে উত্তর-পশ্চিম দিকে ১০টি মাল্টিলঞ্চার মিসাইল উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার (১৯ জুন)...

এবার ইসরায়েলের ওপর ক্ষেপেছে উত্তর কোরিয়া

ইরানের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আখ্যায়িত করেছে উত্তর কোরিয়া। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে,...

আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘এরিক’

মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে দ্রুত ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘এরিক’। দেশটির জাতীয় আবহাওয়া সংস্থাগুলোর পূর্বাভাস অনুযায়ী, এটি...