বিশেষ প্রতিনিধিঃ
বিভিন্ন কৌশলে ভূয়া সাংবাদিক পরিচয়ে আনোয়ারায় বেড়িবাঁধ,কোরিয়ান ইপিজেডসহ সরাকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঠিকাদার থেকে চাঁদা দাবি করে আসছে ইমরান এমি(ইয়াবা এমি) নামের একজন ছাত্রদল ক্যাডার।খবর নিয়ে জানা যায় এস.এস.সি ফেইল করা ইমরান এমি ইয়াবায় আসক্ত। সরকারের উন্নয়ন ব্যাঘাত করার জন্য আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদ করার ভয় দেখিয়ে চাঁদা
আদায় করার চেষ্ট্যা করে।আবার ইয়াবা ব্যাবসায়িদের থেকে মাসিক মাসোহারা আদায় করে।ক্যাডার ইমরান এমি নিজেকে দক্ষিন জেলা ছাত্রদল নেতা দাবি করে।
প্রতারনার নতুন কৌশলে এমি নামের এক ছাত্রদল ক্যাডার
Date:
Share post: