বিশ্ব ভালোবাসা দিবসকে ভিন্ন ভাবে পালন করেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।

    0
    234

    বিশ্ব ালোবাসা দিবসকে কেন্দ্র করে ভিন্ন নিয়েছে লাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। ভালোবাসা দিবসে দেশ চলচ্চিত্র ন করপোরেশনে (ডিএনসিসি) পরিচ্ছন্নতা অভিযান চালান নায়ক- নায়িকারা হবে। বুধবার সকালে এই পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়। 
    বুধবার  সকাল ১১ টায় র‍্যালির মাধ্যমে শুরু হয় পরিচ্ছনতা অভিযান। আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন  এফডিসির ব্যবস্থাপনা পরিচা, ডিপজল, শিল্পী সমিতির প্রেসিডেন্ট মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান ,নায়ক রুবেল, ী নতুন, পপি, নায়ক রিয়াজ সহ চলচ্চিত্রের সংশ্লিষ্ট ো অনেকে।
    এ বিষয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘আমরা সচেতনূলক কিছু কাজ করতে চাই। তারই অংশ হিসেবে এ ধরনের উদ্যেগ হণ করেছি। আমরা যে আমাদের কাজটিকে ভালোবাসি, প্রিয় আঙিনাকে ভালোবাসি, সেটাই তুলে ধরতে চাই এ উদ্যেগের মাধ্যমে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here